Home Guidelines

Guidelines

নির্দেশিকা


তথ্য অবমুক্তকরণ নীতি

মানুষের জন্য ফাউন্ডেশন


এই নির্দেশিকা তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সহায়ক হিসাবে ব্যবহার করা যেতে পারে।


আপনার সংগঠনের তথ্য অবমুক্তকরণ নীতি প্রণয়নের ক্ষেত্রে নীচের বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে কিনা-

১. নীতির আইনগত ভিত্তি

ক.  অনুমোদনকারী কর্তৃপক্ষের নাম /পদবী (এক্ষেত্রে সংস্থার নীতি প্রণয়নকারী কর্তৃপক্ষ /      কমিটির নাম থাকা আবশ্যক)

খ.  অনুমোদনের তারিখ

গ.  নীতি বাস্তবায়নের তারিখ


২. আইনগত ভিত্তি

ক. সংস্থায় প্রণীত / সমর্থনকারী / অন্যান্য নীতি (প্রযোজ্য ক্ষেত্রে)

খ. নীতি প্রণয়নের যৌক্তিকতা

গ. নীতিতে ব্যবহৃত শব্দাবলী প্রয়োজনীয় ক্ষেত্রে সহজীকরণ করা হয়েছে কিনা


(এক্ষেত্রে প্রয়োজনীয় শব্দের সংজ্ঞা বোঝানো হচ্ছে)


৩. এই নীতির প্রায়োগিক ভিত্তি :

ক.  তথ্য অধিকার আইন, ২০০৯ এর আলোকে এ নীতির মধ্যে নিম্মোক্ত বিষয়গুলো সন্নিবেশিত   করা হয়েছে কিনা

১. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিবরণ

২. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্ম পরিধি

৩. আপীলকারী কর্তৃপক্ষের বিবরণ


খ. তথ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয় সন্নিবেশিত করা হয়েছে কি না

১. তথ্য প্রদানের পদ্ধতি ও সময়সীমা

২. তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি

৩. স্ব-উদ্যোগে তথ্য প্রকাশ পদ্ধতি

৪. তথ্য মূল্য (যদি থাকে)

৫. যে সকল তথ্য দেয়া হবে না তার তালিকা প্রকাশ

৬. তথ্য প্রকাশে অস্বীকৃতি ও তথ্য প্রদানে নিজ দায়িত্বকে অবহেলার জন্য শাস্তির বিধান


এছাড়া আপনার সংস্থা কতৃর্ক তথ্য প্রদানের জন্য কোন আবেদন ফর্ম প্রণয়ন করা হলে সংযুক্ত করুন ।